Cart total
লোগো ডিজাইন করতে কতদিন লাগবে?
আপনার প্যাকেজের উপর নিরভর করে একটি লোগো করতে সর্বনিম্ন ২ দিন থেকে ৫ দিনের মধ্যে হয়ে যাবে।
কিন্তু আপনার ফিডব্যাক নেওয়ার পর রিভিশন দিয়ে ফাইনাল লোগো পেতে আর ১/২ দিন বেশী সময় লাগবে।
আর যদি আপনার খুবি আর্জেন্ট ডিজাইন প্রয়োজন হয় সে ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু টাকা বেশী দিয়ে দ্রুত লোগো করে নিতে পারবেন।
ডিজাইন পছন্দ না হলে কি করবো ?
আমরা সবসময়ই আমাদের ক্লায়েন্টদের খুশি রাখতে চেষ্টা করি এবং তাদের মন মত ভালো মানের ডিজাইন করে দেই লোগোর ক্ষেত্রে আপনি প্যাকেজ ভেদে সর্বনিম্ন ২ থেকে ৪ টি আলাদা আলাদা কনসেপ্ট পাবেন। এছাড়াও প্যাকেজ ভেদে রয়েছে ৩ টি থেকে আনলিমিটেড রিভিশনের সুযোগ। যদি এর পর আপনার লোগো ভালো না লাগে তাহলে কিছু টাকা আলাদা ভাবে আপনি দিয়ে নতুন কনসেপ্ট করাতে পারেন।
ডিজাইন কপি কিনা কিভাবে যাচাই করবো?
আপনি হয়ত কম খরচে অনেক জায়গা থেকে লোগো করতে পারবেন।
কিন্তু দেখা যাবে তারা আপনাকে গুগল থেকে লোগো ডাউনলোড করে দিয়ে দিবে। কিন্তু আমরা সবসময় উইনিক কাজ করার চেষ্টা করি। তাই আমাদের থেকে লোগো করানোর পর আপনি চাইলে গুগল ইমেজ সার্চ করে যাচাই করে নিতে পারেন আপনার লোগো কপি কিনা। অনেক সময় একি রকম কনসেপ্ট মিলে যেতে পারে তবে সেটা কপি নয় )
আপনারা আর কি কি সার্ভিস দিচ্ছেন?
অনলাইন জগতে আপনার ব্যবসা শুরু করার জন্য যা যা প্রয়োজন আপনি সবি পাবেন আমাদের কাছে।
ফেসবুক পেজ সেটআপ , গুগল অ্যাড ক্যাম্পেইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন সবি পাবেন আমাদের কাছে।
ডিজাইন প্রিন্ট করাবো কোথায়?
আমরা প্রিন্টিং সার্ভিস দেইনা, তবে আপনি চাইলে আমরা আপনাকে আপনার ডিজাইন কোথা থেকে প্রিন্ট করতে পারেন সেই ঠিকানা দিয়ে দিতে পারবো। অনলাইন কিংবা অফলাইনে সেখান থেকে ডিজাইন প্রিন্ট করাতে পারবেন।
কিভাবে আপনাদের সার্ভিস নিবো?
আমাদের সার্ভিস অর্ডার করার সিস্টেম অটোমেটিক, আপনার যে প্যাকেজ প্রয়োজন আপনি সেই প্যাকেজ টি সিলেক্ট করে সর্বমোট খরছের ৫০% এডভান্স করে দিবেন। সাইটে দেওয়া বিকাশ, নগদ নাম্বারে।